বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে এবারের দুর্গাপূজা হতে পারে জৌলুসহীন

দীপক দেবনাথ, কলকাতা

দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ বাড়তে পারে- এ আশঙ্কায় চিকিৎসকরা ইতিমধ্যে কড়া সুরক্ষাবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। তারা মনে করেন, পূজার সময় মানুষের ঢল নামলে গোটা রাজ্য করোনা সংক্রমণের সুনামিতে পরিণত হবে। সোমবার পূজার তৃতীয়ার দিন রাজ্যে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৩ জন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে হাসপাতালগুলোয় আসন পাওয়াটাই দুষ্কর হয়ে দেখা দিতে পারে। তাই চিকিৎসকরা মন্ডপে প্রতিমা দর্শন এড়িয়ে যথাসম্ভব ঘরে বসে ইন্টারনেটে ও টেলিভিশনের পর্দায় পূজার আনন্দ উপভোগ করার পরামর্শ দিয়েছেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক পূজামন্ডপ ইন্টারনেটের মাধ্যমে তাদের ক্লাবের পূজা দেখানোর ব্যবস্থা করেছে। এমন এক পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সব পূজা প্যান্ডেলে দর্শকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাই কোর্ট, যা রীতিমতো ঐতিহাসিক। মহামারী পরিস্থিতিতে আদৌ পূজা করার অনুমতি দেওয়া সংগত কিনা- তা নিয়ে হাই কোর্টে জনস্বার্থে মামলা করা হয়। সে পরিপ্রেক্ষিতেই সোমবার হাই কোর্ট রাজ্যের সব পূজা প্যান্ডেলকে ‘নো এন্ট্রি’ জোন ঘোষণা করার নির্দেশ দিয়েছে। সে ক্ষেত্রে ছোট পূজার প্যান্ডেলের শেষ সীমা থেকে ৫ মিটার এবং বড় প্যান্ডেলের চারপাশে ১০ মিটার দূরত্ব পর্যন্ত ব্যারিকেড করে ঘিরে ফেলতে হবে। ‘নো এন্ট্রি’ ঘোষণা করতে হবে সেই ব্যারিকেড করা অংশকে। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না। পূজার প্রয়োজনে যাদের ঢুকতে হবে, মন্ডপের বাইরে তাদের নামের তালিকা টানিয়ে রাখতে হবে। মন্ডপের ভিতর ১৫ থেকে ২৫ জনের বেশি ঢুকতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে পূজা কমিটির সদস্য ছাড়া কাউকে মন্ডপের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। এর অর্থ- এবার ঠাকুর দেখতে কোনো দর্শকই রাজ্যের কোনো দুর্গাপূজা মন্ডপে ঢুকতে পারবেন না।

সর্বশেষ খবর