বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
শুনানি ১ নভেম্বর

এমসি কলেজে গণধর্ষণে তদন্ত প্রতিবেদন আদালতে

নিজস্ব প্রতিবেদক

সিলেটের এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় যৌথ অনুসন্ধান কমিটির তদন্ত প্রতিবেদন হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হয়েছে। পরে আদালত প্রতিবেদনটির ওপর শুনানির জন্য আগামী ১ নভেম্বর দিন নির্ধারণ করেছে। গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহি উদ্দিন শামীমের হাই কোর্ট বেঞ্চে ১৭৬ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেওয়া হয়। তবে আদালতে শুনানি হওয়ার পূর্বে প্রতিবেদনটির বক্তব্য সম্পর্কে কিছুই বলতে রাজি হননি মামলার আইনজীবীরা। সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার কার্যালয় থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী প্রতিবেদনটি দাখিল করেন। এর আগে গত ১৯ অক্টোবর অনুসন্ধান কমিটির তদন্ত প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার কার্যালয়ে এসে পৌঁছায়। গত ২৯ সেপ্টেম্বর হাই কোর্টের এই বেঞ্চ এমসি কলেজে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করে দেয়। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত ডেপুটি কমিশনারকে এই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এই কমিটিকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করতেও পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়  হাই কোর্ট। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে যান এক গৃহবধূ। এ সময় ক্যাম্পাস থেকে কয়েকজন ছাত্র ওই গৃহবধূকে স্বামীসহ কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে তারা স্বামীকে বেঁধে মারধর করে গৃহবধূকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ২৯ সেপ্টেম্বর জনস্বার্থে এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হাই কোর্টে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেসবাহ উদ্দিন।

সর্বশেষ খবর