বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রাঙামাটিতে দুই পক্ষের বন্দুকযুদ্ধে একজন নিহত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এম এন লারমার সংস্কারপন্থি গ্রুপের একাংশের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে সংস্কারপন্থি গ্রুপের পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রতন চাকমা ওরফে রত্ন (২২) নিহত হয়েছেন। তিনি বাঘাইছড়ি উপজেলার দক্ষিণ পাবলাখালী খেদারমারা ইউনিয়নের বাসিন্দা অন্ধ লাল চাকমার ছেলে। গতকাল দুপুর দেড়টার দিকে বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়ায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাহাড়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবুপাড়ায় জেএসএস ও এম এন লারমার সংস্কারপন্থি গ্রুপের একাংশের মধ্যে বন্দুকযুদ্ধ ঘটে। পক্ষে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে। এ সময় বাঘাইছড়ি কাচালং ডিগ্রি কলেজের এম এন লারমার সংস্কারপন্থি গ্রুপের পাহাড়ি ছাত্র পরিষদের সংগঠনিক সম্পাদক রতন চাকমা ওরফে রত্ন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ছুটে যান যৌথবাহিনীর সদস্যরা। কিন্তু তার আগেই ঘটনাস্থল ত্যাগ করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল জোরদার করা হয়েছে সেনাবাহিনীর। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত রত্নর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর