শিরোনাম
বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে গতকাল রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ -বাংলাদেশ প্রতিদিন

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী গতকাল বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচি থেকে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অবিলম্বে জাতীয় সংসদ অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান। সকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ফ্রান্স দূতাবাস ঘেরাও পূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান।

বেলা ১২টায় গুলশানে ফ্রান্স দূতাবাস অভিমুখে একটি মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল হয়ে শান্তিনগর পৌঁছলে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে মিছিলের গতি রোধ করে। এ সময় কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে আমির তাদের শান্ত করেন। এই কর্মসূচির জন্য পল্টনসহ আশপাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়। সমাবেশে মুফতি রেজাউল করীম বলেন, বাংলাদেশ ৯২ ভাগ মুসলমানের দেশ। ফ্রান্সের রাষ্ট্রপতি রসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গ উক্তি করার পর সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন ব্যবস্থা নিলেও আমাদের দেশের সরকার এখনো নিশ্চুপ কেন? তিনি বলেন, সমাবেশ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অচিরেই জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করতে। ফ্রান্স দূতাবাসের মাধ্যমে আমাদের এ বার্তা পৌঁছে দিতে হবে যে, ফ্রান্সের রাষ্ট্রপতি যতক্ষণ প্রকাশ্যে ক্ষমা না চাইবেন, তাকে ছাড় দেওয়া হবে না। তিনি ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে বলেন, ওআইসিতে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে। বাংলাদেশে রসুল (সা.)-এর বিরুদ্ধে কটূক্তিকারীদের বিচারের জন্য কঠোর আইন পাস করতে হবে। ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সারা দেশে জেলা ও মহানগরে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, লুৎফর হোসেন জাফরী, হাসান জামিল, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসেন সাকীর প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর