বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

১ নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

বাগেরহাট প্রতিনিধি

করোনা সংক্রমণের কারণে সাত মাস বন্ধ থাকার পর বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে সব ধরনের ইকো ট্যুরিজমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এর ফলে ১ নভেম্বর থেকেই সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটক প্রবেশ করতে পারবেন। গতকাল বন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাসের কারণে ১৯ মার্চ সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বন মন্ত্রণালয়। বর্তমানে দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বন মন্ত্রণালয়ে বৈঠকে সুন্দরবনে সব ধরনের পর্যটন বা ইকো ট্যুরিজমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকেই করোনার স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটক প্রবেশ করতে পারবেন। তবে ট্যুর অপারেটররা তাদের লঞ্চে একসঙ্গে সর্বোচ্চ ৫০ জনের বেশি পর্যটক বহন করতে পারবেন না।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মো. মইনুল ইসলাম জমাদ্দার বন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল বন্ধ ঘোষণার পর ৭০টি ট্যুর অপারেটর কোম্পানির অর্ধশত লঞ্চ ও জাহাজের কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবন যাপন করেছেন। চরম আর্থিক সংকটে ছিলেন তারা। মাত্র তিন থেকে চার মাস সুন্দরবনের পর্যটন মৌসুম। এরপর সারা বছর বসে বসে কর্মকর্তা-কর্মচারীদের সে টাকায় চলতে হয়। সুন্দরবনে পর্যটন মৌসুমে হাজার হাজার মানুষ ঘুরতে আসে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর