বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

সপ্তাহে চলবে ৫৬ ফ্লাইট

ভারতের সঙ্গে এয়ারবাবল শুরু হচ্ছে আজ

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের সঙ্গে বিমান যোগাযোগের জন্য ‘এয়ারবাবল’ পদ্ধতি চালু হচ্ছে আজ। এ পদ্ধতিতে ফ্লাইটগুলো শুধু দুই দেশের মধ্যেই যোগাযোগ করবে। ফ্লাইটগুলো যেমন তৃতীয় কোনো দেশে যাবে না, তেমনই তৃতীয় কোনো দেশের ট্রানজিট যাত্রী রাখা হবে না এসব ফ্লাইটে। করোনাভাইরাস মহামারীর মধ্যে বন্ধ থাকা বিমান যোগাযোগ স্বাভাবিক করতে বাড়তি সতর্কতা হিসেবে এ বিশেষ ব্যবস্থা নিয়েছে দুই দেশ। আপাতত তিন মাসের জন্য ‘এয়ারবাবল’ চুক্তির অধীনে বাংলাদেশ ও ভারতের ২৮টি করে ৫৬টি ফ্লাইট পরিচালনা করবে। এসব ফ্লাইটে সংক্রমণ রোধে বেশ কিছু বিধিনিষেধ মেনে সপ্তাহে ৫ হাজারের মতো যাত্রী যাতায়াত করতে পারবে। ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যসব ক্যাটাগরির ভিসাধারীরা ভারতে যেতে পারবেন বলে জানানো হয়েছে।

জানা যায়, বাংলাদেশ থেকে ৩টি এয়ারলাইনস ভারতে ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-দিল্লি, দিল্লি-ঢাকা, ঢাকা-কলকাতা ও কলকাতা-ঢাকা রুটে, ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-কলকাতা, কলকাতা-ঢাকা, ঢাকা-চেন্নাই, চেন্নাই-ঢাকা রুটে এবং নভোএয়ার ঢাকা-কলকাতা ও কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। ভারতের স্পাইসজেট, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, গোএয়ার, ভিস্তারা এ ৫টি এয়ারলাইনস দিল্লি-কলকাতা-চেন্নাই-মুম্বাই-চট্টগ্রাম-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট সোমবার ছাড়া সপ্তাহের ছয় দিন ঢাকা থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতায় অবতরণ করবে। এ ছাড়া কলকাতা থেকে স্থানীয় সময় বেলা ১১টায় ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২টা ৩০ মিনিটে অবতরণ করবে। ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে চেন্নাই থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। এ ছাড়া প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার ঢাকা থেকে সকাল ৯টায় এবং চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৩০ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং চেন্নাই থেকে চট্টগ্রামের উদ্দেশে দুপুর ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং চট্টগ্রামে বিকাল ৪টা ৪০ মিনিটে ও ঢাকায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পৌঁছাবে ইউএস বাংলার এয়ারলাইনস। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে চেন্নাই ও কলকাতা রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ অক্টোবর থেকে ঢাকা-দিল্লি-ঢাকা, ১ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা-ঢাকা, ১৫ নভেম্বর থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালাবে। এর মাধ্যমে ভারতের চেন্নাইয়ে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চেন্নাই রুটে আগে কখনো ফ্লাইট পরিচালনা করেনি বিমান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক জানিয়েছেন, যেসব শর্তে দুই দেশের মধ্যে বিমান চলবে তাতে রয়েছে- উভয় দেশের যাত্রীদের জন্য ৭২ ঘণ্টার মধ্যকার পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করতে হবে। কভিড ফ্রি সার্টিফিকেট ছাড়া কেউ বোর্ডিং পাস পাবে না। যেহেতু একজন যাত্রী পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসবেন, সে কারণে কোনো যাত্রীকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। উড়োজাহাজ সেটা যে আকারেরই হোক, পেছনের দুই সারি ফাঁকা রাখতে হবে। সামাজিক দূরত্বের নিয়ম মেনে সপ্তাহে কেবল নির্দিষ্টসংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে ভারত শর্ত দিয়েছিল কোনো রোগীর ক্ষেত্রে একজনের বেশি অ্যাটেনডেন্ট থাকতে পারবে না। কিন্তু পরে বাংলাদেশের আলোচনার প্রেক্ষাপটে এখন দুই বা তিনজন অ্যাটেনডেন্ট থাকতে পারবে এমন নিয়ম করা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর