বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সাত মাস পর ভারতের সঙ্গে ফ্লাইট চালু

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষ ব্যবস্থায় এয়ার বাবলের মাধ্যমে শুরু হলো বিমান যোগাযোগ। গতকাল থেকে এয়ার বাবল চুক্তির অধীনে ইউএস-বাংলা এয়ারলাইনস এই ব্যবস্থায় যাত্রী পরিবহন শুরু করেছে প্রতিবেশী দুই দেশ। এ ব্যবস্থায় পর্যটক ছাড়া অন্য সব ভিসার যাত্রী পরিবহন করা হচ্ছে। তবে পর্যটকদের জন্য ভারতীয় ভিসাও দ্রুতই চালু হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। গতকাল ঢাকার হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে এয়ার বাবলের আওতায় ফ্লাইট শুরুর উদ্বোধন শেষে অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্দিষ্ট কোনো সময়ের কথা বলতে পারছি না, তবে আশা করছি পর্যটন ভিসা দ্রুত চালু হবে। ঢাকায় ভারতের হাইকমিশনার  বিক্রম দোরাইস্বামী বলেন, মহামারীর কারণে ভিসা কড়াকাড়ি করা হয়েছিল। ভারতীয় ভিসা সেবা সর্বোচ্চ পর্যায়ে ফিরিয়ে আনতে হাইকমিশনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হবে। বাংলাদেশ থেকে যারা ভারত যেতে আগ্রহী, তারা যাতে যেতে পারেন সেই চেষ্টা করছি। আমরা শিগগির পর্যটন ভিসা চালু করতে যাচ্ছি। এ মুহূর্তে পর্যটন ছাড়া অন্য সব শ্রেণিতে ভারতীয় ভিসা চালু রয়েছে। প্রতিদিন গড়ে কত ভারতীয় ভিসা দেওয়া হয়, এমন এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে গড়ে সাত থেকে ১০ হাজার ভিসা দেওয়া হতো। করোনাভাইরাসের সময়ে তা এক হাজারে নেমে এসেছে। পুরোদমে ভিসা সেবা দিতে ভারতীয় হাইকমিশন তৈরি রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। সভাপতিত্ব করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ। এয়ার বাবল চুক্তির অধীনে ইউএস-বাংলা এয়ারলাইনস বুধবার থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা, চট্টগ্রাম-চেন্নাই-চট্টগ্রাম ও ঢাকা-কলকাতা-ঢাকা রুটে নির্ধারিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বাংলাদেশ থেকে ইউএস বাংলা ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করবে। ভারতের পক্ষ থেকে পাঁচটি এয়ারলাইনস বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করবে। প্রতি সপ্তাহে দুই দেশের ২৮টি করে ৫৬টি ফ্লাইট যাতায়াত করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর