শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঢাকাতেই সীমাবদ্ধ ৭১ ভাগ নমুনা পরীক্ষা

২৪ ঘণ্টায় ২৫ মৃত্যু শনাক্ত ১৬৮১

নিজস্ব প্রতিবেদক

ঢাকাতেই সীমাবদ্ধ ৭১ ভাগ নমুনা পরীক্ষা

করোনা সংক্রমিত রোগী শনাক্তে দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৮০টি নমুনা পরীক্ষা হয়েছে ঢাকার ভিতরে ও ৪ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে ঢাকার বাইরে সারা দেশে। মোট নমুনা পরীক্ষার ৭০ দশমিক ৬৫ ভাগই হয়েছে ঢাকার ভিতরে। ঢাকার বাইরে সারা দেশে হয়েছে ২৯ দশমিক ৩৫ ভাগ নমুনা পরীক্ষা। গত ২৫ অক্টোবর ঢাকার বাইরে নমুনা পরীক্ষা নেমে আসে ২১ দশমিক ১৫ শতাংশে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হলো ৫ হাজার ৮৮৬ জনের। মোট রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৪ হাজার ৭৬০ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষায় ১১ দশমিক ৭৮ শতাংশ মানুষের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৪৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ৩ লাখ ২১ হাজার ২৮১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩৮ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৯ জন নারী। ২৪ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১১ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৯ জন পঞ্চাশোর্ধ্ব, ৩ জন চল্লিশোর্ধ্ব ও ২ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ১৫ জন ঢাকা, ৫ জন চট্টগ্রাম, ৩ জন সিলেট, ১ জন বরিশাল ও ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর ১১ হাজার ৬০৮টি সাধারণ শয্যার মধ্যে ৯ হাজার ২১২টি শয্যা গতকাল খালি ছিল। ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৯৮টি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর