সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চিড়িয়াখানায় প্রথম দিনে দর্শনার্থীর ঢল

নিজস্ব প্রতিবেদক

চিড়িয়াখানায় প্রথম দিনে দর্শনার্থীর ঢল

করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা। স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানা খোলার কথা থাকলেও মানুষের ঢল নামে প্রথম দিনই। দর্শনার্থীদের ভিড়ে স্বাস্থ্যবিধির কোনো চিহ্ন দেখা যায়নি। দর্শনার্থীদের ভিড়ের কারণে উঠিয়ে নেওয়া হয়েছে সীমিত উপস্থিতির বাধ্যবাধকতা। একই সঙ্গে সময়ের পরিধি বাড়িয়ে স্বাভাবিক রুটিনে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২০ মার্চ বন্ধ করে দেওয়া হয় ঢাকার মিরপুরের এই জাতীয় চিড়িয়াখানা। মাস্ক বাধ্যতামূলকসহ নানা শর্তে তা খুলেছে। কিন্তু গতকাল চিড়িয়াখানা খোলার প্রথম দিনে দেখা গেছে, ভিতওে ঢোকার পর অধিকাংশের মুখে মাস্ক নেই। বিভিন্ন পশুপাখির খাঁচার সামনে জটলায় হারিয়েছিল সামাজিক দূরত্বও। সকাল থেকেই দর্শনার্থীদের দীর্ঘ লাইন দেখা যায় চিড়িয়াখানার প্রবেশ ফটকের বাইরে। মাসের প্রথম রবিবার হওয়ায় মুজিববর্ষ উপলক্ষে এদিন বিনামূল্যে প্রবেশ করেছেন সবাই। প্রবেশমুখে ছক আঁকা থাকলেও দৈহিক দূরত্ব মানতে দেখা যায়নি প্রায় কাউকেই। তবে ঢোকার সময় সবাইকে মাস্ক পরতে দেখা গিয়েছিল। সকাল নয়টা থেকে বিকাল ৩টার মধ্যে এক দিনে সর্বোচ্চ দুই হাজার দর্শনার্থী প্রবেশের শর্ত থাকলেও এদিন প্রবেশ করেছেন স্বাভাবিক সময়ের চেয়েও বেশি দর্শনার্থী। দুই ঘণ্টার বেশি সময়ও কাটাতে পেরেছেন তারা। দীর্ঘ বিরতির পর চিড়িয়াখানা খুলে দেওয়ায় উচ্ছ্বসিত ছিল দর্শনার্থীরা।

সর্বশেষ খবর