সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জমে উঠেছে ঢাকা-১৮ উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য প্রার্থীর গণসংযোগ জমে উঠেছে। ঘাম ঝরানো গণসংযোগ করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান এবং বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

ঢাকা-১৮ আসনের বিভিন্ন অলিগলি, চায়ের আড্ডায় এখন ভোটের হাওয়া বইছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সুষ্ঠু ভোট হলে নৌকা ও ধানের শীষের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে। আওয়ামী লীগের প্রার্থী বলছেন, ভোটের মাঠে সুষ্ঠু পরিবেশ বজায় আছে। ঢাকা-১৮ আসনের জনগণ আমার পাশে আছে। আমি বিপুল ভোটে বিজয়ী হব। অন্যদিকে বিএনপির প্রার্থীর অভিযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। যেখানে কর্মসূচি দেওয়া হচ্ছে সেখানেই বাধাপ্রাপ্ত হচ্ছি। তারপরও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব। সুষ্ঠু ভোট হলে ধানের শীষের বিজয় নিশ্চিত বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ : আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান গতকাল সকালে নিকুঞ্জ থেকে ১ ও ২ নম্বর রোডের মাথা, বটতলা, ৯৬ নম্বর ওয়ার্ড, খিলক্ষেত এলাকায় গণসংযোগ করেন। সকালে গণসংযোগের শুরুতেই সাংবাদিকদের হাবিব হাসান বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। দেশের জনগণের অধিকার আদায়ের জন্য, দেশের মানুষের কল্যাণে বাংলাদেশ আওয়ামী লীগের লাখ লাখ নেতা-কর্মী জীবন দিয়েছে। মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বদান করেছে। আমরা সেই সংগঠনের উত্তরাধিকার। তিনি আরও বলেন, বিএনপির কাজ সারা দিন নালিশ করা। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন একটি রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, বিএনপি নেতারা কেউ মাঠে নেমে জনগণের কাছে ভোট চায় না। তারা ঘরে বসেই অভিযোগ তোলে। বিএনপির নতুন নাম হয়েছে বাংলাদেশ অভিযোগ পার্টি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে সাধারণ জনগণ আমাদের সঙ্গেই রয়েছে। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আজিজুল হক রানা, প্রলয় সমদ্দার বাপ্পি, আবদুল আউয়াল শেখ, রফিকুল ইসলাম রফিক, আতাউর রহমান খান বোরহান, কাজী কেরামত দেওয়ান, আসলাম উদ্দিন, নুরুজ্জামান দর্জি, আমিনুল ইসলামসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

বিএনপি প্রার্থীর গণসংযোগ : সদ্য সমাপ্ত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। গতকাল রাজধানীর ৬ নম্বর সেক্টরে দুই তরুণ নেতাকে নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় হাজার হাজার নেতা-কর্মীর ঢল নামে।

তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন রাজউক স্কুল অ্যান্ড কলেজ, এতিমখানা, উত্তরা টেলিফোন ভবন, উত্তরা কমিউনিটি ক্লাব, উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এলাকায় সাধারণ মানুষের কাছে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চান। সর্বশেষ বাংলাদেশ মেডিকেল সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর।

এ সময় তাবিথ ও ইশরাককে ‘জনতার মেয়র’ উল্লেখ করে এস এম জাহাঙ্গীর পথসভায় বলেন, এই দুজন হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের রূপকার। তাদের নিয়ে আমরা ভোট কেন্দ্রে পাহারা বসাব। আগামী ১২ নভেম্বর যদি ভোটারদের ভোটাধিকারে বাধা দেওয়া হয়, তাহলে সরকার পতন আন্দোলনের ডাক দেওয়া হবে। এ সময় তাবিথ আউয়াল বলেন, এবার ঢাকা-১৮ আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে আমাদের নেতা-কর্মী ও  ভোটাররা ঐক্যবদ্ধ হয়েছেন। যত কিছুই হোক আগামী ১২ নভেম্বর ধানের শীষের বিজয় নিয়েই ঘরে ফিরব। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, নাজিম উদ্দিন আলম, রফিক শিকদার, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, কৃষক দলের খলিলুর রহমান, ভিপি ইব্রাহিম, যুবদল নেতা হাবিবুর রহমান রাব্বি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, ছাত্রনেতা আমজাদ হোসেন শাহাদাত, বাংলা কলেজে ছাত্রদলের সভাপতি আইয়ুব প্রমুখ। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর