সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ইরফান সেলিম ফের দুই দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের মামলায় আওয়ামী লীগের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (বরখাস্ত) ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে ফের দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. জিয়াউর রহমান এ আদেশ দেন। এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আশরাফ আলী সাংবাদিকদের জানান, মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (নিরস্ত্র) আশফাক রাজীব হায়দার তিন দিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করে ফের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।  মামলা সূত্রে জানা গেছে, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে গত ২৬ অক্টোবর ভোরে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন- এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম (৩৭), তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদ (৩৫), হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু (৪৫), গাড়িচালক মিজানুর রহমানসহ (৩০) এবং অজ্ঞাত পরিচয়ের দুই-তিনজন। মামলায় অভিযোগ করা হয়, ইরফানের গাড়ি লেফটেন্যান্ট ওয়াসিমের মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পর লেফটেন্যান্ট ওয়াসিম সড়কের পাশে মোটরসাইকেলটি থামান এবং গাড়ির সামনে গিয়ে দাঁড়ান। তিনি নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে আসামিরা একসঙ্গে বলতে থাকেন, ‘তোর নৌবাহিনী/সেনাবাহিনী বের করতেছি, তোর লেফটেন্যান্ট/ ক্যাপ্টেন বের করতেছি। তোকে এখনই মেরে ফেলব’। এরপর বের হয়ে ওয়াসিমকে কিল-ঘুষি মারেন এবং তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এই ঘটনার জেরে পুরান ঢাকার হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব ইরফান সেলিমকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর