সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কুমিল্লায় ব্যঙ্গচিত্রের সমর্থন দেওয়ার গুজবে সাতটি ঘরে আগুন

কুমিল্লা প্রতিনিধি

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার গুজবে কুমিল্লার মুরাদনগরে সাতটি ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকালে উপজেলার কোরবানপুরে সাতটি ঘরে আগুন দেওয়া হয়। আগুনের ঘটনায় ওই এলাকা ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। স্থানীয় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে এর আগে ধর্মীয় অবমাননা মামলায় এক শিক্ষকসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। কারাগারে পাঠানো হয় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর ব্লু বার্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রায় মোহন দেবনাথের ছেলে শংকর দেবনাথ ও আন্দিকুট গ্রামের জীবন ভৌমিকের ছেলে অনিক ভৌমিককে। স্থানীয় সূত্র জানায়, ফ্রান্সে মহানবী (সা.)-কে নিয়ে করা ব্যঙ্গচিত্রের প্রতি সমর্থন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দুই ব্যক্তি এমন গুজব ফেসবুকে ছড়িয়ে পড়ে। শনিবার দুপুরে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কোরবানপুর গ্রামের বাসিন্দারা। বিকালে দুজনের বিরুদ্ধে অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন উপজেলার কোরবানপুর গ্রামের ধনমিয়া। সন্ধ্যায় অভিযুক্তদের আটক করেন বাঙ্গরা বাজার থানা পুলিশ। পূর্ব ধৈইর পূর্ব ইউপির চেয়ারম্যান বনজ কুমার শিব জানান, ‘আমার ও শংকরের বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমি মানসিকভাবে বিপর্যস্ত। এখন এর বেশি মন্তব্য করতে পারছি না।’ মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মহানবী (সা.)-কে নিয়ে করা ব্যঙ্গচিত্রের প্রতি সমর্থন জানিয়ে ফেসবুকে স্ট্যটাস দিয়েছেন এমন গুজবে কোরবানপুর গ্রামের একটি বাড়ির ছয়টি ও পাশের বাড়ির একটিসহ সাতটি ঘরে আগুন দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ‘ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর