সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

নো মাস্ক, নো সার্ভিস

-দোকান মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটি বলেছে, দেশের যে কোনো দোকান, বিপণিবিতানে মাস্ক পরা ছাড়া ক্রেতা, বিক্রেতা ও কর্মচারীদের প্রবেশ, পণ্য বিক্রি এবং সেবা দেওয়া নিষিদ্ধ। ফলে মাস্কবিহীন ক্রেতা, বিক্রেতা, কর্মচারী কেউ মার্কেটে, দোকানে প্রবেশ করবে না। যদি কেউ প্রবেশ করে তাকে সেবা দেওয়া হবে না।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দোকান মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি আরও বলেন, আজ (গতকাল) পয়লা নভেম্বর থেকে দোকানপাট, মার্কেট ও বিভিন্ন দোকানে মাস্কবিহীন ক্রেতা-বিক্রেতার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করছি। ইউরোপ-আমেরিকাসহ সারা পৃথিবীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ফ্রান্স ও ইংল্যান্ডে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে। আসন্ন শীত মৌসুমে বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সবাইকে মাস্ক পরতে উৎসাহিত করতেই দোকান মালিক সমিতি এই ‘নো মাস্ক, নো সার্ভিস’-এর ডাক দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর