মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
রায়হান হত্যায় জিজ্ঞাসাবাদ

অসুস্থ হয়ে হাসপাতালে এএসআই আশেক এলাহী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলায় রিমান্ডে থাকা ওই ফাঁড়ির প্রত্যাহৃত এএসআই আশেক এলাহী জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মাহিদুল ইসলাম আমাদের  জানিয়েছেন, ৩০ অক্টোবর আশেক এলাহী জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে ভর্তি।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, আশেক এলাহীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় মনোরোগ বিভাগের অধীন ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কড়া নিরাপত্তায় রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএসআই আশেক এলাহীকে ২৯ অক্টোবর দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেয় পিবিআই। ২৮ অক্টোবর রাতে মহানগর পুলিশ লাইনস থেকে এএসআই আশেক এলাহীকে গ্রেফতার করা হয়।

রায়হানের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ হচ্ছে ২ সপ্তাহে : সিলেটে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত দুই সপ্তাহের মধ্যে শেষ হচ্ছে বলে হাই কোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চকে বিষয়টি জানানোর পর এ সংক্রান্ত রিট আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করে আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী। আবেদনের পক্ষে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী সৈয়দ ফজলে এলাহী।

আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আমাকে জানিয়েছেন দুই সপ্তাহের মধ্যে উনারা (তদন্তকারী কর্মকর্তা) চার্জশিট দিয়ে দেবেন।

 অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টাইমের মধ্যে দিয়ে দেবেন। এরপর আদালত মুলতবি করেন। এর আগে ওই ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত এবং ক্ষতিপূরণ চেয়ে রিট করেন আইনজীবী সৈয়দ ফজলে এলাহী। এ ছাড়া নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আরেকটি রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ। সেটি অন্য বেঞ্চে বিচারাধীন। ওই রিটে পক্ষভুক্ত হতে রবিবার আবেদন করেছেন রায়হানের মা সালমা বেগম।

গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে গুরুতর আহত হন রায়হান। তাকে ওই দিন সকাল ৬টা ৪০ মিনিটে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির সেই সময়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশেকে এলাহীসহ পুলিশ সদসরা। সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে মারা যান রায়হান। এ ঘটনার পর গত ১৩ অক্টোবর আশেকে এলাহীসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পরে সিলেট মহানগর পুলিশের তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর ও এএসআই আশেকে এলাহীসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করে।

সর্বশেষ খবর