মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চলে গেলেন যুদ্ধ সাংবাদিক রবার্ট ফিস্ক

তানভীর আহমেদ

চলে গেলেন যুদ্ধ সাংবাদিক রবার্ট ফিস্ক

বরেণ্য আইরিশ-ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। আইরিশ টাইমসের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার শারীরিক অসুস্থতা নিয়ে তিনি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেন্ট ভিনসেন্টস হাসপাতালে ভর্তি হন। সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস। তিনি বলেন, ‘ফিস্কের মৃত্যুতে সাংবাদিকতার জগৎ থেকে মধ্যপ্রাচ্যবিষয়ক অন্যতম একজন সেরা       ভাষ্যকার হারিয়ে গেলেন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্ট ফিস্কের প্রতি শ্রদ্ধা জানান বিশ্বের সাংবাদিকেরা। যুদ্ধ সাংবাদিক হিসেবে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের ফরেন করেসপনডেন্ট হিসেবে তিনি কাজ করেছিলেন কয়েক যুগ। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদ প্রতিবেদন ও কলাম লেখক হিসেবে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত ছিলেন তিনি। রবার্ট ফিস্কের জন্ম ১৯৪৬ সালে, যুক্তরাজ্যের মেইডস্টোনে। পরে তিনি আইরিশ নাগরিকত্ব গ্রহণ করেন। সানডে এক্সপ্রেসে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করা ফিস্ক ১৯৭২ সালে টাইমসে যোগ দেন। ১৯৭৬ সালে তিনি বৈরুতে গিয়ে মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৯ সালে দি ইনডিপেনডেন্টে যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের মধ্যপ্রাচ্য প্রতিনিধি ছিলেন। দীর্ঘ পাঁচ দশকের পেশাগত জীবনে তিনি লিখেছেন ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন, লেবাননের গৃহযুদ্ধ, ইরানের ইসলামী বিপ্লব, আফগানিস্তানে তৎকালীন সোভিয়েত আগ্রাসন, ইরাক-ইরান যুদ্ধ, বলকান যুদ্ধ ও নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংসের পর আমেরিকার ইরাক হামলা নিয়ে। নব্বইয়ের দশকে আল-কায়েদার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেনের তিনবার সাক্ষাৎকার নিয়েছিলেন রবার্ট ফিস্ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করে লেখা ফিস্কের কলামগুলো পাঠকপ্রিয়তার কারণে বিভিন্ন ভাষায় অনূদিত হতো। ফিস্কের লেখার প্রভাবের গুরুত্ব বিবেচনা করে ২০০৫ সালে নিউইয়র্ক টাইমস তাকে ‘সম্ভবত ব্রিটেনের সবচেয়ে প্রখ্যাত ফরেন করেসপনডেন্ট’ হিসেবে আখ্যা দেয়। ক্যারিয়ারের দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সংবাদ তুলে আনা ফিস্ক সম্মানজনক অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে সাংবাদিকতার জন্য ‘ওরওয়েল’ পুরস্কার উল্লেখযোগ্য। এ ছাড়া বেশ কয়েকবার ব্রিটিশ প্রেস অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।

সর্বশেষ খবর