বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ফের বাড়ছে পুরুষের মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ১৬৫৯, মৃত্যু ১৭

নিজস্ব প্রতিবেদক

ফের বাড়ছে পুরুষের মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণে পুরুষের মৃত্যুহার আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৭ জনের মধ্যে ১৬ জন (৯৪ শতাংশ) ছিলেন পুরুষ ও একজন নারী। এর আগের দিন করোনায় প্রাণ হারানো ২৫ জনের মধ্যে ২০ জন (৮০ শতাংশ) ছিলেন পুরুষ। তার আগের দিন মৃত ১৮ জনের মধ্যে ১৫ জন (৮৩ শতাংশ) ছিলেন পুরুষ। এখন পর্যন্ত মোট মারা যাওয়া ৫ হাজার ৯৮৩ জনের ৭৬ দশমিক ৯৫ শতাংশ পুরুষ। দুই মাস আগেও পুরুষের মৃত্যুহার ছিল ৭৮ শতাংশের বেশি। কিছুদিন কমার পর আবারও তা বাড়তে শুরু করেছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬১টি নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৬৫৯ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৮০ শতাংশ। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জনের দেহে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮৮৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২৯ হাজার ৭৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৯২ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃত ১৭ জনের মধ্যে আটজন ছিলেন ষাটোর্ধ্ব, তিনজন পঞ্চাশোর্ধ্ব, চারজন চল্লিশোর্ধ্ব, একজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। এর মধ্যে ১১ জন ঢাকা, চারজন চট্টগ্রাম ও দুজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। এদিকে সুস্থ ও মৃত বাদে বর্তমানে দেশে শনাক্ত হওয়া সক্রিয় করোনা রোগী আছে ৭৬ হাজার ৮৭৭ জন। এর মধ্যে মাত্র ৩ দশমিক ৪১ শতাংশ রোগী হাসপাতালে ও বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। দেশে কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর ১১ হাজার ৬০৮টি সাধারণ শয্যার মধ্যে ৯ হাজার ২৪৮টি শয্যা গতকাল খালি ছিল।

এ ছাড়া ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ৩০০টি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর