বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
মহানবী (সা.)-এর অবমাননা

ইসলামী সংগঠনগুলোর প্রতিবাদ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বাংলাদেশে ইসলামী সংগঠনগুলোর বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ইসলামী সমাজ। এতে সংগঠনের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেন, ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে ফ্রান্সে নৈতিকতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। ইসলাম ও রসুল (সা.)-কে কটূক্তি মুসলিম ও মানবতাবাদীদের অন্তরে চরম আঘাত। যার কারণে বিশ্বের সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়ছে। মুহাম্মাদ ইয়াছিন মানববন্ধন পরিচালনা করেন। বিশ্ববাসীর জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধন সমাপ্ত করা হয়। আহলে সুন্নাত : মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পূর্বঘোষিত ৭ নভেম্বর বায়তুল মোকাররমে অনুষ্ঠিতব্য গণজমায়েত ও বিক্ষোভ মিছিল সফল করতে গতকাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার প্রস্তুতি সভায় সভাপতিত্ব করে প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম। রাজধানীর শাহজাহানপুরে গাউছুল আযম জামে মসজিদে আলেম ওলামাসহ বিভিন্ন পেশাজীবী এতে অংশ নেন।  তরিকত ফেডারেশন : ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে আজ বেলা ১১টায় পররাষ্ট্র মন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে।

সর্বশেষ খবর