বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মুরাদনগরে সহিংসতায় আরেকটি মামলা

প্রতিদিন ডেস্ক

ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে কুমিল্লার মুরাদনগরে বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। বিডি নিউজ।

বাঙ্গরা থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, কোরবানপুর গ্রামের বাসিন্দা ভারতী রানী বাদী হয়ে গতকাল থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় ১০০ জনকে আসামি করা হয় বলে ওসি জানান। গুজব ছড়ানোর পর শনিবার রাত থেকে কোরবানপুর গ্রামে বিক্ষোভ রবিবারও চলতে থাকে। এরই মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় এটিসহ চারটি মামলা হয়েছে, যার মধ্যে তিনটি পুলিশ ও একটি ভারতী রানী করেছেন। এছাড়া  ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক শংকর দেবনাথসহ দুজনের বিরুদ্ধে আইসিটি আইনেও একটি মামলা হয়েছে। বাঙ্গরা থানার ওসি কামরুজ্জামান বলেন, ভারতী রানীর মামলায় আসামি অজ্ঞাত ১০০ জন। ঘটনার ভিডিও দেখে শনাক্ত করে আসামিদের ধরা হবে। ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের তিন মামলায় প্রায় ২৫০ জনের নাম উল্লেখসহ পাঁচ শতাধিক অজ্ঞাতকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সোমবার পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর