বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সেই দুই বোন ও তাদের সৎ মাকে কাগজ দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের বাড়িতে প্রবেশ না করতে পারা দুই বোন মুশফিকা মোস্তফা ও মোবাশ্বেরা মোস্তফা ও তাদের সৎ মা অঞ্জু কাপুরকে বাড়ির মালিকানার কাগজপত্র আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আগামী ৯ নভেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করে দুই বোনের নিরাপত্তা রক্ষার আদেশ দিয়েছে আদালত। তারা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই মোস্তফা জগলুল ওয়াহিদের মেয়ে ও স্ত্রী। হাই কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে ওই দুই বোন ও বাড়ির দখলে থাকা অঞ্জু কাপুর আদালতে হাজির হন। পরে তাদের পক্ষে আইনজীবীরা শুনানি করেন। দুই বোনের আইনজীবী ছিলেন মনজিল মোরসেদ। সৎ মা অঞ্জু কাপুরের আইনজীবী মাসুদ রেজা সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন একেএম আমিন উদ্দিন মানিক। আদালত একই সঙ্গে দুই পক্ষের স্বজনরা ওই বাড়িতে যাতে প্রবেশ করতে পারে তার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে। সঙ্গীততারকা ফেরদৌস ওয়াহিদের ভাই পাইলট মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা ও মোবাশ্বেরাকে বাড়িতে প্রবেশ ও তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে ২৬ অক্টোবর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসানকে নির্দেশ দেয় হাই কোর্ট। একই সঙ্গে গতকাল দুই বোন এবং সৎ মাকে আদালতের হাজির করতে বলা হয়। এর আগে ২৬ অক্টোবর ‘বাড়িতে ঢুকতে পারছে না দুই বোন’ শীর্ষক সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা আমলে নিয়ে দুজনকে বাড়িতে প্রবেশ ও নিরাপত্তার ব্যবস্থা করতে রাজধানীর গুলশান থানার ওসি আবুল হাসানকে নির্দেশ দেয় হাই কোর্ট। আদেশে আদালত অনতিবিলম্বে দুই বোন মুশফিকা ও মোবাশ্বেরাকে তাদের গুলশান-২-এর ৯৫ নম্বর রোডের ৪ নম্বর হোল্ডিংয়ের বাড়িতে পুলিশ প্রহরায় প্রবেশের ব্যবস্থা করতে বলে। গতকাল পর্যন্ত ওই বাড়িতে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতেও বলা হয় আদেশে।

সর্বশেষ খবর