বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রিপাবলিকান হয়েও ডেমোক্র্যাট বাইডেনকে ভোট দিয়েছি

-গিয়াস আহমেদ

রিপাবলিকান হয়েও ডেমোক্র্যাট বাইডেনকে ভোট দিয়েছি

রিপাবলিকান পার্টির নেতা বাংলাদেশি আমেরিকান গিয়াস আহমেদ বলেছেন, ফিলিস্তিনিদের অবজ্ঞা করে ইসরায়েলের সঙ্গে অসম চুক্তি, মুসলমানসহ অভিবাসীদের ব্যাপারে ঘৃণাত্মক মনোভাব, মুসলিম ব্যান, অভিবাসনের কর্মসূচিতে কঠোরতা এবং ওবামা কেয়ার নিষিদ্ধে তামাশা করতে থাকায় ডোনাল্ড ট্রাম্পের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। এজন্য রেজিস্টার্ড রিপাবলিকান হওয়া সত্ত্বেও ভোট দিলাম ডেমোক্র্যাট জো বাইডেনকে। গত নির্বাচনেও হিলারি ক্লিনটনের জাতীয় নির্বাচন পরিচালনা টিমের সদস্য হিসেবে ডেমোক্র্যাটদের পক্ষে কাজ করেছি। এবারও সব বাংলাদেশিকে উৎসাহিত করেছি ট্রাম্পকে ধরাশায়ী করতে। এক্ষেত্রে আমি জাতীয় স্বার্থ এবং অভিবাসীদের স্বার্থকে সবসময় প্রাধান্য দিয়ে আসছি। এটা আমার গণতান্ত্রিক অধিকার। ২০০২ সালে নিউইয়র্ক স্টেট সিনেট এবং ২০০৪ সালের নির্বাচনে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে রিপাবলিকান প্রার্থী হিসেবে লড়েন গিয়াস আহমেদ। জয়ী হতে না পারলেও উঠতি কমিউনিটিকে মার্কিন ধারায় জড়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গিয়াস। ব্যক্তিগতভাবে বিএনপির সঙ্গে জড়িত থেকেও সর্বস্তরের প্রবাসীদের স্বার্থে সোচ্চার হতে কুণ্ঠা করেননি কখনো। গত দুই টার্মে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে কাজের মধ্যেও বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন বলে উল্লেখ করেন গিয়াস। তিনি বলেন, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট ক্ষমতায় এলে বাংলাদেশ আরও বেশি সুবিধা পাবে। কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠালগ্ন থেকেই সোচ্চার গিয়াস বলেন, এই ককাসের ৯৮% সদস্যই ডেমোক্র্যাট। তাই বাংলাদেশের স্বার্থে ককাসের ভূমিকা জোরদারে ডেমোক্র্যাটরা হোয়াইট হাইসে থাকলে সুবিধা বেশি। অতীতে তা ঘটেছে। গিয়াস বলেন, এবারের নির্বাচন নিয়ে যে শঙ্কা বিরাজ করছে, তার অবসান ঘটবে রেজাল্ট পরিপূর্ণভাবে প্রকাশিত হলেই। তবে ট্রাম্পের অপশাসনের বিরুদ্ধে ভোটাররা তীব্র প্রতিবাদ জানিয়েছেন করোনা সত্ত্বেও আগাম ভোটে ব্যাপকভাবে অংশ নিয়ে। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ইতিহাস। তিনি বলেন, প্রবাসের স্বপ্ন পূরণের অভিপ্রায়ে সবাইকে দলমতের ঊর্ধ্বে উঠতে হবে। মার্কিন রাজনীতির সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। কে কোন দল করছেন, সেটি বড় কথা নয়, মূলধারার সঙ্গে সম্পর্ক রাখাই হচ্ছে মূল কথা। সম্পর্ক মধুর হলেই দাবি আদায়ের পথ সুগম হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর