বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের অসাংবিধানিক পদক্ষেপ রুখে দেবেন রিপাবলিকানরাই

-ওসমান সিদ্দিক

ট্রাম্পের অসাংবিধানিক পদক্ষেপ রুখে দেবেন রিপাবলিকানরাই

‘ভোটারের সিদ্ধান্তের পরিপন্থী কোনো পদক্ষেপ নিয়ে ডোনাল্ড ট্রাম্প যদি সুপ্রিম কোর্টে যান এবং দলীয় বিচারপতিদের বাধ্য করেন অশুভ কিছু করতে, তাহলে রিপাবলিকান পার্টিতে উদারচিত্তের কর্মকর্তারা রুখে দাঁড়াবেন। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার কোনো প্রক্রিয়ায় ওইসব রিপাবলিকানের কোনো সায় নেই। এটি হচ্ছে জো বাইডেন এবং গণতন্ত্রে বিশ্বাসীদের বড় ভরসারস্থল’-এমন অভিমত পোষণ করেছেন ‘সাউথ এশিয়ানস ফর বাইডেন’র সিনিয়র অ্যাডভাইজার রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক।

বুধবার বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলোচনায় ওসমান সিদ্দিক আরও জানান, মিশিগান, উইসকনসিন, নেভাদায় আমরা এগিয়ে রয়েছি। পেনসিলভেনিয়ায় মেইল ভোট গণনার অপেক্ষায় রয়েছে ১৪ লাখের মতো। এগুলোর ৬৫% এর অধিক ডেমোক্র্যাটের। অর্থাৎ যে ব্যবধানে ট্রাম্প এগিয়ে আছেন সেটি সমন্বয়ের পর বিজয়ী হবেন বাইডেন। বড় কথা হচ্ছে মিশিগান, নেভাদা, অ্যারিজোনা, জর্জিয়া এবং উইসকনসিনের বিজয় এলে বাইডেনের প্রয়োজন হবে না পেনসিলভেনিয়ায় জয়ের।’ উল্লেখ্য,  পেনসিলভেনিয়ার ইলেকটোরাল ভোট-২০। নির্বাচনের গতিবিধি পর্যবেক্ষণের পর বুধবার ভোর রাতে হোয়াইট হাউস লনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প হুমকি দিয়েছেন যে, মঙ্গলবার ভোট গ্রহণের সময় পেরিয়ে যাওয়ার পর নতুন করে কোনো ব্যালট গণনায় নেওয়া যাবে না। এটি ভোট চুরির শামিল মন্তব্য করে ট্রাম্প সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন। তবে বুধবার সকালে যথারীতি  পোস্টাল ভোটের গণনায় মনোনিবেশ করেছেন নির্বাচনের কর্মীরা। যদিও কেউই স্বস্তিতে নেই। ট্রাম্প যদি সত্যি সত্যি সুপ্রিম কোর্টে যান এবং দলীয় বিচারপতিদের আনুগত্য পেয়ে গণনা স্থগিতের রুলিং পেয়ে যান, তাহলে কী হতে পারে পরিস্থিতি- সে সম্পর্কে ডেমোক্র্যাটিক পার্টির নীতি-নির্ধারকদের অন্যতম বাংলাদেশি আমেরিকান ওসমান সিদ্দিক বলেন, ‘রিপাবলিকানদের মধ্যেও গণতন্ত্রে বিশ্বাসী অনেক লোকজন রয়েছেন। তারা কখনই ট্রাম্পের অসাংবিধানিক কর্মকান্ডে সায় দেবেন না, দিতে পারেন না। ইতিমধ্যে আমরা সে কথা জানতে পেরেছি। তাদের অবজ্ঞা করে ট্রাম্প যদি সুপ্রিম কোর্টে যান তাহলে বিদ্রোহ করতেও তারা দ্বিধা করবেন না। তারা কখনই যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে হাসি-তামাশায় পরিণত হতে দেবেন না।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৭০ ইলেকটোরাল ভোটের ২৪৪টি বাইডেন এবং ট্রাম্প পেয়েছেন ২১৬। অবশিষ্ট ৭৮ ভোটের মধ্যে বাইডেনের সম্ভাবনা রয়েছে মিশিগান-১৬, উইসকনসিন-১০, পিএ-২০টিতে। তাহলে বাইডেনের মোট ভোট হবে ২৯০। পেনসিলভেনিয়ার মেইল ভোটগুলোর গণনা বুধবার ভোরে শুরু হয়েছে। সেটি সম্পন্ন হতে বৃহস্পতিবার পর্যন্ত সময় নেবে। সেখানে বাইডেন জয়ী হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিজয় ঠেকিয়ে রাখা কখনই সম্ভব হবে না। এজন্য সবাইকে ধৈর্য ধরার অনুরোধ এবং চোখ কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন ওসমান সিদ্দিক। কারণ, এ নির্বাচনের মধ্যেই নিহিত রয়েছে যুক্তরাষ্ট্রের সত্যিকার এগিয়ে চলার প্রত্যয় এবং গণতান্ত্রিক বিশ্বে শান্তি ও সমৃদ্ধিও পরিকল্পনা-উল্লেখ করেন ওসমান সিদ্দিক। স্মরণকালের আলোচিত এই নির্বাচনে বিপুলসংখ্যক বাংলাদেশি আমেরিকানও সরব ছিলেন এবং এখনো রয়েছেন-এটি অতন্ত আশাব্যঞ্জক একটি ঘটনা। আমেরিকান স্বপ্ন পূরণের পথে মার্কিন রাজনীতিতে জড়িয়ে পড়ার বিকল্প নেই। এবার তারই প্রতিফলন দেখে খুব ভালো লাগছে। বাইডেন বিজয়ী হলে নিশ্চয়ই সব অভিবাসীর মতো বাংলাদেশিরাও উপকৃত হবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর