বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের বিচার শুরু

আদালত প্রতিবেদক

ঘুষ গ্রহণ ও মুদ্রা পাচার প্রতিরোধ আইনের মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে আগামী ১৮ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম এ আদেশ দেন। এ বিষয়ে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, মামলার অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনানো হলে কাঠগড়ায় দাঁড়ানো পার্থ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

এর আগে আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী মামলা থেকে পার্থ গোপালের অব্যাহতি চেয়ে আদালতে বলেন, ‘যেহেতু ঘুষ গ্রহণের পক্ষে কোনো প্রমাণ নেই, তাই তার কোনো অর্জনও নেই। তিনি কোনো টাকা পাচার করেননি। অনুমানের ভিত্তিতে দায়ের করা মামলার বিচার শুরু হলে আদালতের মূল্যবান সময় নষ্ট হবে।’ উভয় পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৯ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ পার্থ গোপাল বণিককে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছিল। অভিযোগপত্রে বলা হয়, পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন। এসব টাকা গোপন করে তার নামীয় কোনো ব্যাংক হিসাবে জমা না রেখে বিদেশে পাচারের জন্য নিজ বাসস্থানে লুকিয়ে রেখে দন্ডবিধির ১৬১ ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এর আগে ২০১৯ সালের ২৮ জুলাই রাজধানীর ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার     করা হয়। 

পরে মামলাটি তদন্ত করে চলতি বছর ২৪ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সালাউদ্দিন অভিযোগপত্র দাখিল করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর