বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনা সংক্রমণ ধেয়ে চলেছে ৫ কোটির ঘরে

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সংক্রমণের গতি বেড়েই চলেছে। গতকাল পর্যন্ত বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা ছিল ৪ কোটি ৮০ লাখ। আর ২০ লাখ পূর্ণ হলেই সংক্রমণ ৫ কোটির ঘর পেরোবে। ধারণা করা হচ্ছে, আর ৩ থেকে ৪ দিনের মধ্যেই ৫ কোটিতে পৌঁছে যাবে করোনা সংক্রমিতের সংখ্যা।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, এ ভাইরাসে গতকাল পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছায় ১২ লাখ ২৩ হাজারে। এর আগের দিন মঙ্গলবার বিশ্বে ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমিতের সংখ্যা ছিল ৪ লাখ ৮৪ হাজার ৪৯৯ জন এবং মৃত্যু ছিল ৮ হাজার ২০১ জন। এর আগের সপ্তাহগুলোতে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনে মৃত্যু সংখ্যা ৪ থেকে ৫ হাজারের ভিতর সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সংক্রমিতের সংখ্যাও বেড়েছে প্রায় এক লাখ। মঙ্গলবার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত ও মৃত্যুর দেশ ছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে এ দিন ৯৪ হাজার ৪৬৩ জন নতুন করে করোনায় সংক্রমিত হন এবং মারা যান ১ হাজার ১৯৯ জন। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ দিন সংক্রমিত ছিল ৪৬ হাজার ৩৩ জন এবং মৃত্যু ছিল ৫১১ জন। সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে সংক্রমিত ছিল ৩৬ হাজার ৩৩০ জন এবং মৃত্যু ছিল ৮৫৪ জন। এর পরের অবস্থানে থাকা যুক্তরাজ্যে সংক্রমিত ছিল ২০ হাজার ১৮ জন এবং মৃত্যু ছিল ৩৯৭ জন। স্পেনে সংক্রমিত ছিল ১৮ হাজার ৬৬৯ জন এবং মৃত্যু ছিল ২৩৮ জন। রাশিয়ায় সংক্রমিত ছিল ১৮ হাজার ৬৪৮ জন এবং মৃত্যু ছিল ৩৫৫ জন। ব্রাজিলে এ দিন সংক্রমিত ছিল ১২ হাজার ৯২০ জন এবং মৃত্যু ছিল ২৭৬ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর