বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

নয়া প্রজাতির শামুকের সন্ধান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নয়া প্রজাতির শামুকের সন্ধান

দেশে নতুন প্রজাতির শামুকের সন্ধান পেয়েছেন গবেষকরা। এর বৈজ্ঞানিক নাম ব্র্যাডেবেনা সিমিলারিস। এছাড়া বিলুপ্ত প্রায় শামুক নিয়েও গবেষণা চলছে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম শাহরিয়ার শোভন। তিনি জানান, জাপানের গবেষক দল ২০১৯ সালে বাংলাদেশে এসেছিলেন। এই গবেষণায়, ব্র্যাডেবেনা সিমিলারিস প্রজাতির শামুকের অস্তিত্ব নিশ্চিত হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশে নতুন এই আবিষ্কারটি অনেক অজানা জীব প্রজাতি সন্ধানে ভবিষ্যতের প্রচেষ্টাকে আলোকপাত করবে। তদুপরি, এই ধরনের আবিষ্কার অবশ্যই প্রকৃতি এবং জীববৈচিত্র্য নিয়ে গবেষণাকে উৎসাহিত করবে। এ বছরের ২৪ অক্টোবর এই গবেষণা কাজটি প্রকাশিত হয়। জানা গেছে, বর্তমানে ড. শাহরিয়ার এই জাপানিজ গবেষক দলের সঙ্গে বাংলাদেশে বিলুপ্ত প্রায় অন্য প্রজাতির শামুকের জীববৈচিত্র্য সংরক্ষণ ও কেমিক্যাল ইকোলজির উপর কাজ করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর