শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সপ্তাহজুড়েই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহজুড়েই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়েই ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। সপ্তাহের পাঁচ দিনের লেনদেনে সূচক কমেছে মাত্র ১০ পয়েন্ট। বেড়েছে ৯৬ পয়েন্ট।

জানা গেছে, গতকাল শেষ দিনে লেনদেনের শুরু থেকেই মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেওয়া ১২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৪৬টির এবং ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে লেনদেন হয়েছে ৯২৮ কোটি ৮৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮২০ কোটি ৭৭ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার।  কোম্পানিটির ৯৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৪৩ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪০  কোটি ৭৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে- পিপলস ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, অ্যাসোসিয়েট অক্সিজেন, এসএস স্টিল এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই গতকাল বেড়েছে ৭৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৩  কোটি ২১ লাখ টাকা।

লেনদেনে অংশ নেওয়া ২৫৬ প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। কমেছে ১০৮টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত থাকে।

সর্বশেষ খবর