শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
সিইসির সঙ্গে বৈঠক

বিএনপি প্রার্থী ভয়-ভীতি দেখাচ্ছে : আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। কর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি প্রার্থী বহিরাগতদের নির্বাচনী এলাকায় সমবেত করছে। উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ করার অভিযোগও তুলেছে দলটির বিরুদ্ধে। গতকাল বিকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে এসব অভিযোগ করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা জানায়, বিএনপি নির্বাচনে জেতা বা প্রতিদ্বন্দ্বিতা করতে নয়, বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অংশ নেয়। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পদক্ষেপ নিতে ইসিকে আহ্বান জানিয়েছে দলটির প্রতিনিধিরা।

গতকাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অন্য দুই নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওছার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে আবদুর রহমান বলেন, ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। বাইরে থেকে লোকজন নির্বাচনী এলাকায় সমবেত করছেন। বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মীদের মারধর করা, পোস্টার ছেঁড়া ও উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে- সেই অভিযোগগুলো কমিশনকে জানিয়েছি। নির্বাচন কমিশন এসব অভিযোগ খতিয়ে দেখা ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এই অভিযোগ বানোয়াট, ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। তারা শুধু এই নির্বাচনেই অভিযোগ দিচ্ছে এমনটি নয়, সব নির্বাচনেই তারা অভিযোগ দিচ্ছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনে জিতবার জন্য বা ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হোক সেই জন্য নয়, এটা তাদের লক্ষ্য নয়, তাদের লক্ষ্যই হলো অভিযোগ তোলা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। মানুষের সামনে তুলে ধরা যে, নির্বাচন সুষ্ঠু হয়নি, অবাধ হয়নি, শান্তিপূর্ণ হয়নি। এটাই তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যের অংশ হিসেবেই এই অভিযোগগুলো তুলে ধরছে।

সর্বশেষ খবর