শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
গুজব রটিয়ে পুড়িয়ে হত্যা

চার আসামি রিমান্ডে গ্রেফতার আরও ২

নিজস্ব প্রতিবেদক, রংপুর ও লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে কোরআন অবমাননার অভিযোগে মানসিকভাবে অসুস্থ আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলায় আরও চারজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ছাড়া নতুন করে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুর বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি বরাবর স্মারকলিপি পেশ করেছেন রংপুরবাসী। গতকাল লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চারজনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ নিয়ে দায়ের করা তিন মামলায় মসজিদের খাদেমসহ ২৩ জনকে গ্রেফতার করা হলো। লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগমের আদালতে পুলিশ চারজনকে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে জোবায়েদ আলী (৬১), আনোয়ার হোসেন (৫৩), মেহেদী হাসান রাজু (১৯) ও রবিউল ইসলাম ওরফে পিচ্চি রবিউলকে (৪০) তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। এদিকে বুধবার রাতে নতুন করে গ্রেফতার করা হয়েছে দুজনকে। এরা হলেন পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের মৃত বলমুদ্দিনের ছেলে আবু নাইম (৩৫) এবং আমবাড়ী গ্রামের সিদ্দিক আহম্মেদের ছেলে আবদুল গনি (৪০)। হত্যার ঘটনায় নিহত জুয়েলের চাচাতো ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেন। তিনটি মামলারই তদন্ত করছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উল্লেখ্য, ২৯ অক্টোবর রাতে বুড়িমারীতে কোরআন অবমাননার অভিযোগ তুলে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েল নামে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত।

সর্বশেষ খবর