শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বান্দরবানে দুই লাখ পিস ইয়াবাসহ ছয় রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে দুই লাখ পিস ইয়াবাসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। গতকাল সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী সীমান্ত থেকে ইয়াবাগুলো জব্দ করা হয় বলে বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান।

আটকরা হলেন উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ বক্লের বাসিন্দা ফকির আহম্মেদের ছেলে মো. রহমত উল্লাহ (২৫), মো. নূর মোহাম্মদের ছেলে মো. মাহমুদুল হাসান (২১), আবদুল আলিমের ছেলে মো. সিলিম (২২), মো. সোনা আলীর ছেলে মো. আমিন (২২), মৃত আলী হোসেনের ছেলে মো. জিয়াবুল হক (২৬) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার মো. মীর আহম্মেদের ছেলে মো. জয়নাল আবেদীন (২৫)। আলী হায়দার বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমার সীমান্ত দিক থেকে ছয়জন সন্দেহজনক লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

সর্বশেষ খবর