শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কার্জন হলে অবমুক্ত হলো ৭১০ পাখি

নিজস্ব প্রতিবেদক

অবৈধ পাখি শিকারীদের হাত থেকে উদ্ধার হওয়া ৭১০টি পাখি অবমুক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে পাখিগুলোকে অবমুক্ত করা হয়। দীর্ঘদিন খাঁচায় বন্দী থাকার পর গতকাল সাভারের আশুলিয়া ইটখোলা এলাকা থেকে পাখিগুলোকে উদ্ধার করা হয়। এ সময় পাখি আটক রাখার দায়ে ওসমান গনি, রফিকুল, চান মিয়া ও রহমত নামে ৪ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে এই পাখিগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে ৪০০টি ঘুঘু, ৯০টি টিয়া ও ২২০টি মুনিয়া রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, আইন অনুযায়ী  কোনো পাখি ধরা, শিকার বা আবদ্ধ রাখা দন্ডনীয় অপরাধ। গোপন সংবাদ পাওয়ার পর পাখিগুলো উদ্ধারের জন্য আমরা অভিযান চালাই। ওই এলাকায় গিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। এ সময় আমরা চার জনকে কারাদন্ড দিই।

সর্বশেষ খবর