শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ডেঙ্গু রোগী বাড়ছে হাসপাতালে

সাত দিনে ৭০ জন ভর্তি, এডিসের লার্ভা মেলায় চার দিনে জরিমানা ৯ লাখ টাকা

জয়শ্রী ভাদুড়ী

রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত সাত দিনে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন, ঢাকার বাইরে দুজন। চলতি মাসের প্রথম সপ্তাহেই এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে ভুগছেন ৭০ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযানে এডিস মশার লার্ভা মেলায় চার দিনে ৪১৯ স্থাপনায় জরিমানা করা হয়েছে ৮ লাখ ৯৯ হাজার টাকা। এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। কয়েক দিনের বৃষ্টিতে মশা বংশবিস্তারের সুযোগ পেয়েছে। সিটি করপোরেশন মশক নিধনে অভিযানে নেমেছে। রোগী বাড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।’

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন, ২ নভেম্বর ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন আটজন, ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন, ৩ নভেম্বর ঢাকার হাসপাতালে ১৩ জন, বাইরে একজন, ৪ নভেম্বর নয়জন, ৫ নভেম্বর ১০ জন, গতকাল ভর্তি হয়েছেন ১২ জন। গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন ভর্তি হয়েছেন, ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে চারজন, গ্রিন লাইফ হাসপাতালে দুজন, এভারকেয়ার হাসপাতালে চারজন এবং আজগর আলী হাসপাতালে একজন ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬ জন। এই সাত দিনেই এডিস মশার কামড়ে ৭০ জন ডেঙ্গু জ্বরে ভুগছেন। চলতি বছর ডেঙ্গু সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। আইইডিসিআর এখন পর্যন্ত দুটি মৃত্যুর তথ্য পর্যালোচনা করে একজনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে। এ বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইতে ২৩ জন, আগস্টে ৬৮ জন, সেপ্টেম্বরে ৪৭ জন, অক্টোবরে ১৬৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এর আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছিল। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ২০১৯ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। সরকারি হিসাবে ডেঙ্গু জ্বরে মারা গিয়েছেন ১৭৯ জন। ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় মানুষ। এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১০ দিনের বিশেষ অভিযানে নেমেছে। অভিযানের প্রথম দিনে ৯৪ স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে ২ লাখ ৯০ হাজার টাকা। দ্বিতীয় দিনে অভিযানে ৯৫ স্থাপনায় এডিসের লার্ভা পাওয়ায় ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তৃতীয় দিনে ১৩৮ স্থাপনায় ২ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চতুর্থ দিনে ৯২ স্থাপনায় ১ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চার দিনে ৪১৯ স্থাপনা ও বাড়িতে এডিসের মশার লার্ভা পাওয়ায় ৮ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করেছে ডিএনসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর