শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
আট মাসেও উচ্চ সংক্রমণ হার বাংলাদেশে

২৪ ঘণ্টায় শনাক্ত ১৪৬৯, মৃত্যু ১৫

নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায় শনাক্ত ১৪৬৯, মৃত্যু ১৫

করোনাভাইরাস সংক্রমণের আট মাস পার হতে চললেও উচ্চ সংক্রমণ হার বজায় রয়েছে বাংলাদেশে। সেই সঙ্গে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার ছিল ১০ দশমিক ৮৬ শতাংশ। এর আগের দুই দিন এই হার ছিল যথাক্রমে ১২ দশমিক ১০ শতাংশ ও ১০ দশমিক ৯০ শতাংশ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, বিশ্বের সর্বাধিক করোনা রোগীর দেশ যুক্তরাষ্ট্রে এখন শনাক্তের হার ৮ শতাংশের নিচে। রোগীর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্তের হার ৪ শতাংশের আশপাশে ঘুরপাক খাচ্ছে। তবে নমুনা পরীক্ষা বেশি হওয়ায় ভারতে দৈনিক প্রায় ৫০ হাজার ও যুক্তরাষ্ট্রে লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হচ্ছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫২১টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৬৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৬ হাজার

৩৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ২৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত একদিনে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। সকলেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৫ জন ষাটোর্ধ্ব, ৫ জন পঞ্চাশোর্ধ্ব, ৪ জন চল্লিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ৮ জন ঢাকা, ৫ জন চট্টগ্রাম, ১ জন রংপুর ও ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। অধিকাংশ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ায়  দেশের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর ১১ হাজার ৬০৮টি সাধারণ শয্যার মধ্যে গতকাল ৯ হাজার ১৮৮টি শয্যা খালি ছিল। এ ছাড়া ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৯১টি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর