শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গতকাল দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় ট্রাক-সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারের চালকসহ আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের নাবালক মিয়া (৭২), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০), ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা (৫৫) ও নাতনি নাদিয়া (৫)। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের বিল্লাল মিয়া (২২), সুনামগঞ্জের ছাতক নরসিংহপুরের প্রাইভেটকার চালক সালমান (২২), মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের নিহত নাবালক মিয়ার ছোট ভাই খুরশেদ আলম (৬০) ও নাতনি জান্নাত (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কুটি-চৌমুহনী থেকে খুরশিদ মিয়া সিএনজি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে মহাসড়কের ওই এলাকায় কুমিল্লামুখী ট্রাকের সঙ্গে সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ছয়-আট জন ঘটনাস্থলে আহত হন। পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম মুসা চৌধুরী আহত চারজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে উন্নত  চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ট্রাকের চালক পালিয়ে গেছে তবে ট্রাকটি আটক করা হয়েছে।

সর্বশেষ খবর