রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
পিটিয়ে ও পুড়িয়ে হত্যা

প্রধান আসামি আবুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুস শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলার প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ভোরে ডিবির মিরপুর বিভাগের একটি টিম কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গতকাল ডিএমপির ডিসি (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আবুল হোসেন দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। ডিবির কাছে তথ্য আসে, আবুল কুড়িল বিশ্বরোড এলাকায় কয়েক দিন অবস্থান করবে। ডিবির একটি টিম ওই এলাকায় অবস্থান নেয়। ভোরে বাস থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় নামার পর ডিবি পুলিশের ওই টিম তাকে গ্রেফতার করে। তাকে লালমনিরহাট জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভিতরে জুয়েলকে হত্যার পর লাশ টেনে নিয়ে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে পেট্রল, কাঠ ও টায়ার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজাহারনামীয় ১১৪ জন আসামি ও অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত চার দফায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মসজিদের খাদেম জুবেদ আলীও রয়েছেন।

সর্বশেষ খবর