সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পরিস্থিতি অনিশ্চিত কিছু বলা যাচ্ছে না

-এ কে এম সেলিম ওসমান

পরিস্থিতি অনিশ্চিত কিছু বলা যাচ্ছে না

করোনা মাহামারীর চলমান পরিস্থিতি, গতিপথ ও ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে করেন নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি  এ কে এম সেলিম ওসমান এমপি। তিনি বলেছেন, ‘ভ্যাকসিনের কারণে এই অনিশ্চয়তা কাটছে না। ফলে অনিশ্চিত পরিস্থিতিতে কিছু বলতে পারছি না। এখন আমরা পরিস্থিতি মনিটরিং করছি। পোশাকশিল্প মালিকরা কোনোরকম টিকে থাকার লড়াই করছেন। কোনো মালিক চাইলেও মানবিক কারণে কারখানা বন্ধ রাখতে পারছেন না।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আমরা পোশাকশিল্প কারখানাগুলোর অর্ডার দেখব। সেপ্টেম্বর পর্যন্ত নতুন অর্ডার পাইনি। এখন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে দেখব পরিস্থিতি কোন দিকে যায়। সবচেয়ে বড় কথা হলো, দেড় কোটি মানুষ এই পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। যদিও শ্রমিক আছেন ৪০ লাখ। তাদের পরিবার-পরিজন মিলেই দেড় কোটি মানুষের রুটি-রুজি নিশ্চিত হয় এই পোশাকশিল্পে।’ তিনি বলেন, ‘না চাইতেই প্রধানমন্ত্রী করোনাকালে অনেক সুযোগ-সুবিধা পোশাকশিল্পে দিয়েছেন। তাই সরকারের কাছে নতুন করে এখন কোনো চাওয়া-পাওয়া নেই। আমরা আর কোনো দাবি করছি না। এর পরও নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি হলে নিশ্চিয়ই প্রধানমন্ত্রী সবার আগে সহায়তার হাত প্রসারিত করবেন। তিনি করোনাকালে যে সহায়তা দিয়েছেন, তা না পেলে এই শিল্পের পরিণতি কী হতো তা কেউ জানে না।’ বিকেএমইএ সভাপতি বলেন, ‘অর্থনীতি ও করোনা সমস্যা মানুষের হাতে নেই। ভ্যাকসিন পেলেই সংকট কেটে যাবে। ইতিমধ্যে বাংলাদেশ ভ্যাকসিন পেতে চুক্তি করেও রেখেছে। এটা আমাদের আশার দিক। এর বাইরে এমন কোনো নীতি নেই, যেখানে চলমান সমস্যার সমাধান হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর