সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পিটিয়ে পুড়িয়ে হত্যায় আরও ৪ জন গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের বুড়িমারীতে রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান মো. শহীদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ আরও ৪ জনকে গ্রেফতার করেছে। এরই মধ্যে মামলার প্রধান আসামি আবুল হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ২৮।

গতকাল সকালে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, নতুন ৪ জনকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন, হত্যা মামলায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের হাসানুর রহমান (২৫), আ. রহিম (২২), সোহেল রানা (২০) ও মাইনুল ইসলাম (২৬)। এর আগে রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে পুলিশ প্রধান আসামি আবুলকে (৪৫) গ্রেফতার করে। তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করবেন। আজ আদালতের মাধ্যমে তার রিমান্ড আবেদন করা হবে। খাদেমসহ ৩ জনের দায় স্বীকার : আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুসা আলম জানান, শহীদুন্নবী জুয়েলকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেমসহ ৯ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। যার মধ্যে খাদেমসহ ২ জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এর আগে রিমান্ড ছাড়াই একজন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। প্রথম ও দ্বিতীয় দফায় ৯ আসামির রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চেক প্রদান : লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলা জুয়েলের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বিকাল ৩টায় জেলা প্রশাসকের কক্ষে নিহতের পরিবারের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আবু জাফর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর