সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মি. বেকারের বিরুদ্ধে ৮০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা

নিজস্ব প্রতিবেদক

অভিজাত প্রতিষ্ঠান মি. বেকার কেক অ্যান্ড পেস্ট্রি শপ লিমিটেডের বিরুদ্ধে ৮০ কোটি ১৬ লাখ   টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে গতকাল মামলা করেছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটি জানিয়েছে- ২৬৫ কোটি টাকার পণ্য বিক্রির তথ্য গোপন করা হয়েছে। রাজধানীতে ২৯টি বিক্রয়কেন্দ্র থাকা প্রতিষ্ঠানটি কোনো ধরনের হিসাব সংরক্ষণ ছাড়াই ব্যবসা করছে। তাদের দুটি ব্যাংক হিসাব তলব করা হয়েছে। মি. বেকারের ফিন্যান্সিয়াল প্রতিবেদন পর্যালাচনা করে তাদের কার্যক্রম সম্পর্কে জানা গেছে। গণমাধ্যমকে গতকাল এই তথ্য জানিয়ে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন- মি. বেকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২০ অক্টোবর প্রতিষ্ঠানের মোকদাম আলী সরকার রোডের কারখানায় অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক নাজমুন নাহার কায়সার এবং ফেরদৌসী মাহবুব। অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আসিফ জামান গত ১৮ অক্টোবর তার ফেসবুক স্ট্যাটাসে উত্তরার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে মি. বেকারের বিক্রয়কেন্দ্রের বিরুদ্ধে ভ্যাট চালান না দেওয়ার অভিযোগ করেন। তিনি ওই স্ট্যাটাসে উল্লেখ করেন, ভোক্তারা ভ্যাট দিলেও সরকার পাচ্ছে না। এ বিষয়ে তিনি এনবিআর চেয়ারম্যানের কাছে প্রতিকার চান। এ অভিযোগ ও অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত করার জন্য ভ্যাট গোয়েন্দাকে নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর