মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বীমার ২৬ কোটি টাকা আত্মসাতে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

জালিয়াতির মাধ্যমে ডকুমেন্টস তৈরি করে বীমা প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বীমা করপোরেশনের সাবেক ম্যানেজার ও শাখা প্রধান মো. আবুল কাশেমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবুল কাশেম বর্তমানে অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কর্মরত। গতকাল ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে মামলাটি করেন। কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকসূত্রে জানা যায়, আসামি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তৈরি ডকুমেন্টস আসল হিসেবে ব্যবহার করে ব্যাংক হিসাব খোলেন। পরে হিসাবে বীমা প্রিমিয়ামের টাকা জমা করে ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ টাকা নগদ উত্তোলন ও বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। মামলায় দন্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ খবর