মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

এক দিনের ব্যবধানে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে

২৪ ঘণ্টায় মৃত্যু ২৫, আক্রান্ত ১৬৮৩

নিজস্ব প্রতিবেদক

দেশে এক দিনের ব্যবধানে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যু দুই-ই বেড়েছে। গতকাল দেশে ১ হাজার ৬৮৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হন ১ হাজার ৪৭৪ জন। মারা যান ১৮ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৪ লাখ ২১ হাজার ৯২১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৪ লাখ ৫৬ হাজার ৬৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১১ দশমিক ৯৯ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ১৭ শতাংশ শনাক্ত হয়েছে। প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮০ দশমিক ৫৩ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৪ শতাংশ। মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৮ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহের বাসিন্দা ছিলেন ২ জন। তারা প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯৮ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৯৪ জন এবং এখন পর্যন্ত ৭৫ হাজার ২৬৯ জন ছাড়া পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৭ হাজার ৪৬৭ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৮১৮ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ৮১০ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ২১ হাজার ৪১৩ জন ছাড়া পেয়েছেন। এখন পর্যন্ত  কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ৬১ হাজার ৩৩৭ জনকে। বর্তমানে  কোয়ারেন্টাইনে আছেন ৩৯ হাজার ৯২৪ জন।

সর্বশেষ খবর