মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
সুমন ইশরাতকে জরিমানা

রায়ের প্রতীকী প্রতিবাদে আইনজীবীরা এক টাকা করে জমা দিলেন

নিজস্ব প্রতিবেদক

এক বিচারপতির ছেলেকে সরাসরি হাই কোর্টের আইনজীবী করে গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়েরের ঘটনায় দুই আইনজীবীকে ১০০ টাকা করে জরিমানা করার প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা একটি বাক্সে ১ টাকা করে জমা দিয়েছেন। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় সভাপতি কক্ষের সামনে আইনজীবীরা এভাবে প্রতীকী প্রতিবাদ জানান। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেন, ‘ফেসবুকে সুকুমার রায়ের কবিতা ও থ্রি ইডিয়টস সিনেমার অংশ পোস্ট করায় আমাদের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আমরা মনে করি, এটি (জরিমানা) শুধু দুই আইনজীবীকে করা হয়নি, সুপ্রিম কোর্টের সব আইনজীবীকে করা হয়েছে। সে কারণে এই প্রতীকী প্রতিবাদ করছি।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কুমার দেবুল দে বলেন, ‘আমরা দুই আইনজীবীর পক্ষে আছি। মামলা করে যদি আদালতের সময় নষ্ট হয় তাহলে তো মামলাই করা যাবে না।’ এর আগে গত রবিবার আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাই কোর্টের আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের গেজেট প্রকাশ বৈধ বলে রায় ঘোষণা করে হাই কোর্ট। একই সঙ্গে রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসানকে ১০০ টাকা করে জরিমানা করে আদালত। এ ধরনের রিট করে আদালতের সময় নষ্ট করতে এ জরিমানা করা হয়। বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিল।

সর্বশেষ খবর