বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ফের বাড়ছে সংক্রমণ হার

২৪ ঘণ্টায় শনাক্ত ১৬৯৯, মৃত্যু ১৬

নিজস্ব প্রতিবেদক

ফের বাড়ছে সংক্রমণ হার

দেশে করোনাভাইরাস মহামারীর আট মাস পার হলেও কমছে না সংক্রমণ হার। উল্টো গত চার দিন ধরে ধারাবাহিকভাবে এই হার বাড়ছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ৬ নভেম্বর করোনা রোগী শনাক্তের হার ছিল ১০ দশমিক ৮৬ শতাংশ। চার দিন ধরে টানা বৃদ্ধি পেয়ে গতকাল এই হার দাঁড়ায় ১২ দশমিক ৫৭ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫২০টি নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৬৯৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৬ হাজার ১০৮ জন প্রাণ হারিয়েছেন করোনা সংক্রমণে আর মোট রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৪৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৫৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১৫ জন ছিলেন পুরুষ ও একজন নারী। ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ও একজনের বাড়িতে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১২ জন ছিলেন ষাটোর্ধ্ব, দুজন ছিলেন পঞ্চাশোর্ধ্ব ও দুজনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এর মধ্যে ১০ জন ঢাকা, তিনজন চট্টগ্রাম এবং একজন করে ছিলেন রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা। দেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর