বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ভোরে বুড়িমারী বাজার থেকে আখিনুর রহমান (২৪) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি বুড়িমারী ইউনিয়নের বাসিন্দা।

লালমনিরহাট ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গ্রেফতার আখিনুরকে গতকাল দুপুরে লালমনিরহাট সিনিয়র সহকারী জজ বেগম ফেরদৌসী বেগমের আদালতে হাজির করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া পৃথক তিনটি মামলায় এখন পর্যন্ত প্রধান আসামিসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদের মধ্যে ৯ আসামির তিন দিনের রিমান্ড ও প্রধান আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নিহত শহীদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার আবদুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি একসময় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছিলেন। গত বছর চাকরিচ্যুত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়।

সর্বশেষ খবর