বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিহারের নির্বাচনে নীতীশ-তেজস্বী হাড্ডাহাড্ডি

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

একজিট পোলের পূর্বাভাসকে খারিজ করে হিন্দি বলয়ের বিহার রাজ্যের বিধানসভা ভোটের ফলে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বনাম আরজেডির মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদবের মধ্যে বারো ঘণ্টা পরেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে এনডিএভুক্ত বিজেপি নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের চেয়ে ভালো ফল করায় এনডিএ সামান্য হলেও ম্যাজিক সংখ্যা ১২০ থেকে এগিয়ে। তবে তেজস্বীর আরজেডি একক বৃহত্তম দল হতে চলেছে কংগ্রেসসহ তাদের সংখ্যা এখন পর্যন্ত ১১২। তবে ২০টি আসনে এখনো ভোটের ব্যবধান এক হাজারের কম। যে কোনো দিকে হাত বদল হতে পারে। মধ্য রাতের আগে ফল প্রকাশিত হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

করোনার কারণে এবার বুথের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ফলে ইভিএম সংখ্যা এক লাখের বেশি। অথচ গণনা টেবিলে বাড়ানো হয়নি। তেজস্বী যাদবের নেতৃত্বে গাট বন্দনে রয়েছে কংগ্রেস ছাড়া বাম দলগুলো। অন্যদিকে নীতীশ কুমারের সঙ্গে রয়েছে বিজেপি এবং আরও ছোট আঞ্চলিক দল। জাতীয় স্তরের এনডিএ শরিক সাবেক মন্ত্রী রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি আসনেও এগিয়ে নেই। তবে মুখ্যমন্ত্রীর ভোটে ফাটল ধরাতে সমর্থ হয়েছেন। ভোটের ফল এতই হাড্ডাহাড্ডি যে এখনো পর্যন্ত এগিয়ে থাকলেও বিজেপি এখনো উৎসব করছে না। এখনো পর্যন্ত ত্রিশ শতাংশ ভোট গণনা বাকি। বিহার বিধানসভায় মোট ২৪৩ আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২০।

সর্বশেষ খবর