বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আজকালের মধ্যে

ফল প্রকাশের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আজ অথবা আগামীকালের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল মাধ্যমে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে। এদিকে গতকাল শিক্ষাবিষয়ক সাংবাদিকদের একাংশের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা এ বিষয়ে দু-এক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ১৪ তারিখ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। আগামী ১৫ নভেম্বর খুলবে কিনা, কোনো কোনো ক্লাসের জন্য সীমিত আকারে শুরু করা যায় কিনা- এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। ১৪ নভেম্বরের আগে আমরা তা জানিয়ে দিতে পারব। করোনাভাইরাস মহামারীর মধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে চট্টগ্রামের ৪৯৬, ঢাকার ৩৯৫, বরিশালের ২০, খুলনার ২৬, ময়মনসিংহের ২৯, রাজশাহীর ৮৫, রংপুরের ৬৭ এবং সিলেট বিভাগের আটজন শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত প্রশ্ন করে উত্তর সংগ্রহ করে বিইআরএফ। গণসাক্ষরতা অভিযান সেই তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে একটি প্রতিবেদন  তৈরি করে বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মাধ্যমিকে ৪২ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ৫৮ শতাংশ শিক্ষার্থী অনলাইনে শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছে। আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে নিয়মিত অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে ৬৩ শতাংশ। ভিডিওর মাধ্যমে শিক্ষা নিয়েছে ৬১ শতাংশ। ফেসবুক  মেসেঞ্জারের মাধ্যমে শিক্ষা নিচ্ছে ৩৫ শতাংশ। অন্য মাধ্যমে (ইমেইল,  হোয়াটসঅ্যাপ, ভাইবার) শিক্ষা নিচ্ছে ২১ শতাংশ শিক্ষার্থী। জরিপের তথ্যমতে, ইন্টারনেট ব্যয় ৫০১ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত  বেড়েছে ৫৪ শতাংশ শিক্ষার্থীর। আর ইন্টারনেট ব্যয় ৭০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে ১০ শতাংশ শিক্ষার্থীর। জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ শিক্ষার্থীর স্মার্টফোন আছে। আর শিক্ষকরা ৬৭ শতাংশ শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেছেন। জরিপে অংশ  নেওয়া বিভাগীয় শহরের ৯৮ শতাংশ শিক্ষার্থীর বাড়িতে টেলিভিশন আছে বলে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম মো. ফারুক বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইআরএফ সভাপতি মোস্তফা মল্লিক, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম আব্বাস। ফল প্রকাশের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয় : উচ্চমাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। ইউজিসির নির্দেশনায় বলা হয়েছে- এ বছর উচ্চমাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল এখনো প্রকাশ হয়নি। কিন্তু কমিশন অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, উল্লেখযোগ্যসংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এইচএসসি বা সমমানের ফলাফল প্রকাশের আগেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে। উচ্চমাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পরে শিক্ষার্থী ভর্তির যোগ্যতাসংক্রান্ত ইউজিসির নীতিমালা অনুসরণ করে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করতে বলেছে ইউজিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর