বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
কৃষি

তরুণদের আগ্রহী করতে নববাংলা কৃষি খামার

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

তরুণদের আগ্রহী করতে নববাংলা কৃষি খামার

হাঁস-মাছের খামার সাধারণত স্বাবলম্বী হওয়ার জন্য গড়ে তোলা হয়। তবে এই খামারটি ব্যতিক্রম। উদ্দেশ্য খামারে এসে তরুণরা প্রশিক্ষণ নেবে। সেই উদ্দেশ্যে সাড়া পড়েছে। খামারে প্রতিনিয়ত স্থানীয় তরুণরা আসছেন মাছ চাষ, হাঁস পালনসহ কৃষি সম্পর্কে ধারণা নিতে। খামারটির নাম ‘নববাংলা কৃষি  খামার’। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পূজকরা গ্রামে খামারটির অবস্থান। এটি গড়ে তুলেছেন একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসলেহ উদ্দিন। সরেজমিন দেখা যায়, পাঁচ একর জমিতে খামারটি। কোনে একটি একতলা ভবন। ভবনে হাঁসের খাবার ও শ্রমিকদের আবাস। সামনে হাঁসের খামার। এরপর তিনটি মাঝারি পুকুর। পুকুরে পাঁচ শতাধিক হাঁস মনের আনন্দে সাঁতার কাটছে। পুকুরের পাড়ে নারিকেলসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। মাঝে আছে বিভিন্ন সবজি। খামারে এলাকার পাঁচজন কলেজপড়ুয়া ছেলে এসেছেন হাঁস চাষ সম্পর্কে ধারণা নিতে। এদিকে পুকুরের কোনে রয়েছে সেচ পাম্প। বোরো মৌসুমে কম দামে কৃষকদের সেচের পানি সরবরাহ করেন। পাশে কিছু জমিতে ধানের চাষ করেন। এই কৃষি খামার দেখে এলাকায় আরও পাঁচটি কৃষি খামার গড়ে উঠেছে।

স্থানীয় পূজকরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলমগীর হোসাইন বলেন, এই এলাকায় কৃষিবিদ মোসলেহ উদ্দিনের খামার বেশ সাড়া ফেলেছে। তার কাছ থেকে পরামর্শ নিয়ে অন্যরাও খামার করছেন। ধান-সবজি চাষ হাতে-কলমে শিখছে। কৃষির প্রতি শিক্ষিত তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, ব্যক্তিজীবনে হাই স্কুলে শিক্ষকতা করেছি। আধুনিক কৃষিমনা সংগঠনের মাধ্যমে নগর জীবনের ছাদ বাগানের বিষয়ে পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগে চাকরি করতে গিয়ে দেখেছি, তরুণ প্রজন্মের কৃষির প্রতি নাক ছিটকানো ভাব রয়েছে। প্রযুক্তিনির্ভর কৃষির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। এ জন্য লেখাপড়া জানা তরুণ প্রজন্মকে কৃষিতে আগ্রহী করতে হবে। তাদের উদ্বুদ্ধ করতে খামারটি গড়ে তুলেছি। তরুণদের বেশ সাড়া পাচ্ছি। তারা কৃষির বিভিন্ন বিষয়ে আগ্রহ প্রকাশ করছে। তারা চাকরির পেছনে না ঘুরে কৃষির মাধ্যমে স্বাবলম্বী হলে দেশ এগিয়ে যাবে। এ খামারে বাবা, স্ত্রী, নিজের সঞ্চয় ও পরিবারের সদস্যদের সহযোগিতা রয়েছে। সামনে ডেইরি ফার্ম করার পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর