শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দুই মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

২৪ ঘণ্টায় শনাক্ত ১৮৪৫, মৃত্যু ১৩

নিজস্ব প্রতিবেদক

দুই মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

দেশে গত এক দিনে আরও ১ হাজার ৮৪৫ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১০ সেপ্টেম্বর এর চেয়ে বেশি নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেদিন ১ হাজার ৮৯২ জন রোগী শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ গেছে আরও ১৩ জনের।

সংখ্যার দিক দিয়ে গতকাল বেশি রোগী শনাক্ত হলেও শনাক্তের হার ছিল আগের দিনের চেয়ে কম। নমুনা পরীক্ষা বাড়ানোয় নতুন রোগী শনাক্ত হয়েছে বেশি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১১২টি। শনাক্তের হার ছিল ১০ দশমিক ৭৮ শতাংশ। এর আগের দিন নমুনা পরীক্ষা হয় ১৪ হাজার ৫২৪টি। শনাক্তের হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জনের দেহে। মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৩৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে নয়জন ছিলেন পুরুষ ও চারজন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃতদের মধ্যে নয়জন ছিলেন ষাটোর্ধ্ব ও চারজনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। গতকালও আগের দিনের মতো ৫০ বছরের কম বয়সী কেউ মারা যাননি। মৃত ১৩ জনের মধ্যে আটজন ঢাকা, দুজন রংপুর এবং একজন করে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর