শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৯ ডিসেম্বর পর্যন্ত

বিদ্যালয়ের মূল্যায়নে পরবর্তী ক্লাসে যাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর কথা জানায়। দেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এর আগে, কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। সেই সময় শেষ হওয়ার দুদিন আগে আরও এক দফা ছুটি বাড়ানোর  ঘোষণা দিল সরকার। এ সময় শিক্ষার্থীদের ঘরে থাকা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে  দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবছরের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা, জেএসসি-জেডিসি পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা বাতিল করেছে সরকার। এছাড়া জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

বিদ্যালয়ের মূল্যায়নে পরবর্তী ক্লাসে যাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নিজস্ব মূল্যায়নে সব শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করবে। গতকাল সচিবালয়ের নিজ দফতরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে যদি আমরা করোনামুক্ত হতে পারি, তাহলে বাকি থাকছে মাত্র ১১ দিন। এ সময়ের মধ্যে সিলেবাস শেষ করা সম্ভব না হলে আমরা বলে দিয়েছি, স্ব স্ব বিদ্যালয় মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর