শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন

রাজশাহীর সেই খুকির দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা দিল আফরোজ খুকির ভিডিও সম্প্রতি ভাইরাল হওয়ায় আলোচনার শীর্ষে উঠে আসেন তিনি। তার জীবিকা নির্বাহ ও ইচ্ছের কথাগুলো ছুঁয়েছে মানুষের হৃদয়। খুকির ভবিষ্যৎ দিনগুলো যেন সুন্দর হয়, তাই তার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘খুকি তো আমাদের দেশের সংগ্রামী নারীদের মধ্যে একজন জ্বলন্ত উদাহরণ। আসলে আমরা অনেকে তাকে মানসিক প্রতিবন্ধী মনে করি। কিন্তু তিনি মানসিক প্রতিবন্ধী নন। কারণ তিনি কারও কাছে হাত পাতেন না, কারও কাছ থেকে ভিক্ষাও নেন না। তিনি নিজেই রোজগার করে চলেন। পৈতৃক সম্পত্তির ওপর তার লোভ নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে বলা হয়েছে, খুকির দায়দায়িত্ব প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা যেন গ্রহণ করি।’ জেলা প্রশাসক জানান, তিনি নিজে খুকির বাড়ি পরিদর্শন করেন এবং তার বাড়িঘর ঠিক করার নির্দেশ দেন। এ ছাড়া খুকিকে দেখভালের জন্য একজনকে রাখা হয়েছে।

উল্লেখ্য, ‘সংবাদপত্র বিক্রি করেও মানুষের পাশে খুকি’ শিরোনামে গতকাল বাংলাদেশ প্রতিদিনেও একটি প্রতিবেদন প্রকাশ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর