শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আত্মগোপনে থেকে অপহরণ নাটক সাজান তিথি : সিআইডি

নিজস্ব প্রতিবেদক

আত্মগোপনে থেকে অপহরণ নাটক সাজান তিথি : সিআইডি

আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজিয়েছিলেন তিথি সরকার। তার ধারণা ছিল- এভাবে আত্মগোপনে থেকে তার অপহরণের দায়ভার অন্যের ওপর চাপিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত ঘটনা থেকে রেহাই পাবেন। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান সংস্থাটির ডিআইজি জামিল আহমদ। এর আগে বুধবার নরসিংদীর মাধবদী থেকে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হওয়া ছাত্রী তিথি সরকারকে গ্রেফতার করে সিআইডি। একই দিন বেলা পৌনে ১২টায় গুজব ছড়ানোর কাজে সহযোগিতার অভিযোগে তিথি সরকারের স্বামী শিপলু মল্লিককেও রাজধানীর গুলিস্তানের কাপ্তান বাজারের ইলেকট্রিক মার্কেট থেকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে জামিল আহমদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিথি তাদের জানিয়েছে ২৫ অক্টোবর রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে তার প্রেমিক শিপলু মল্লিকের সঙ্গে যোগাযোগ করে বাগেরহাটে যায়। সেখানে শিপলুকে বিয়ে করে বাগেরহাটে অবস্থান করে ৯ নভেম্বর ঢাকায় আসে। পরে নরসিংদীর মাধবদীতে শিপলুর এক আত্মীয়ের বাসায় অবস্থান করে তিথি। এর আগে ‘তিথি সরকারকে সিআইডির মালিবাগ অফিসের চারতলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে’- এমন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গুজব ছড়ানো হয়। এসব গুজব ছড়ানোর অভিযোগে ২ নভেম্বর রামপুরার বনশ্রী থেকে নিরঞ্জন বড়ালকে (৫০) গ্রেফতার করা হয়।

ডিআইজি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে স্পর্শকাতর পোস্ট করেন কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন ছাত্র অধিকার পরিষদ-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক তিথি সরকার। পরে রেহাই পেতে তিথি সরকারকে নিখোঁজ বলে রাজধানীর পল্লবী থানায় ২৭ অক্টোবর সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বড় বোন স্মৃতি রানী সরকার। রাজধানীর পল্টন থানায় তিথি সরকারের নামে ডিজিটাল সিকিউরিটি আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর কথা জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর