রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মনের মানুষ পাইয়ে দেবে জিন, আশ্বাসে প্রতারণা গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

মনের মানুষকে পাইয়ে দেওয়াসহ জিনের মাধ্যমে সব সমস্যার নিশ্চয়তা দিয়ে প্রতারণার অভিযোগে রমেন হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট। শুক্রবার রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রমেনের মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত তার ফেসবুক আইডিসহ অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমসমূহ জব্দ করা হয়।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এডিসি মো. নাজমুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত রমেন সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমি-জমার ঝামেলা জিনের দ্বারা মেটানোর শতভাগ নিশ্চয়তা দিয়ে কাজ করে দেওয়ার বিজ্ঞাপন প্রচার করেন। এই জাতীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে, বিশেষ করে মহিলাদের আকৃষ্ট করে কৌশলে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করতেন। পরবর্তী সময়ে সংগৃহীত অশ্লীল ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করতেন। এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী পুলিশে অভিযোগ করলে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। গ্রেফতার রমেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় আইসিটি আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর