সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উৎকণ্ঠা বাণিজ্য খাতে

রুহুল আমিন রাসেল

শীতকালে নতুন মাত্রায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় উৎকণ্ঠা তৈরি হয়েছে বাণিজ্য খাতে। পরিস্থিতি সামাল দিতে সরকার ঘোষণা দিয়েছে লকডাউন থাকবে না, তবে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে সবখানে। বিভিন্ন পেশার ব্যবসায়ীদের নতুন চ্যালেঞ্জ শীত মৌসুম কাটানো। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে। এ ক্ষেত্রে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প-কলকারখানা, ব্যাংক-বীমাসহ আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোকেও নিয়মনীতির ব্যাপারে কঠোর থাকতে হবে। জীবন রক্ষায় নিতে হবে সর্বোচ্চ পদক্ষেপ। পাশাপাশি টিকিয়ে রাখতে হবে জীবিকাও। ব্যবসায়ী সংগঠনের নেতারা এর মাঝে তাদের অবস্থান তুলে ধরেছেন। অর্থনীতির স্বাভাবিক গতি টিকিয়ে রাখার জন্য কাজ করছেন সবাই। তবে সরকারি সুবিধা যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী না পায় সে ব্যাপারেও দাবি রয়েছে অনেকের। বিশেষ করে বিশেষ একটি ব্যবসায়ী গ্রুপ প্রণোদনার সুবিধা নিয়ে থাকে। অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো সুবিধা পায় না। এর বাইরে করোনাকালেও ভ্যাট-ট্যাক্সের রয়েছে কঠিন চাপ। ব্যাংকিং খাতের সুদের হার নিয়েও নানামুখী দাবির প্রস্তাব রয়েছে। সব প্রস্তুতি ও মোকাবিলা নিয়ে কথা বলেছেন ব্যবসায়ী সংগঠনের নেতা ও অর্থনীতিবিদরা। তাদের মতামত তুলে ধরা হলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর